নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের একেবারে সীমান্তবর্তী এলাকা লালগোলা। যার নাম বারবার খবরে এসেছে মাদকদ্রব্য হিরোইন পাচারকারী হিসেবে। সেই এলাকাতেই এবার খ্যাতি অর্জন করতে চলেছে সাত্ত্বিক পরিচালিত দশম চারুকলা প্রদর্শনী।
২৩জানুয়ারি থেকে চলা ওই প্রদর্শনীর আজকেই শেষ দিন। শেষ দিনে মানুষের ঢল নেমেছে সেই প্রদর্শনীতে। এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে চাকুরিজীবী, ছাত্রছাত্রীদের এবং আধিকারিকদের এই অনুষ্ঠানে ভিড় জমতে দেখা গেছে। সাত্ত্বিক এর কর্ণাধার মিজানুর খাঁন পেশায় একজন সহকারী স্কুল শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি অঙ্কন শিল্পকেও আয়ত্ত করেছেন দীর্ঘ সাধনার মাধ্যমে। রয়েছে তাঁর একটি অঙ্কন স্কুলও।
এদিন টিডিএন বাংলার এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রান্তিক এলাকার বহু ছাত্রছাত্রীদের তিনি অঙ্কন শিল্পের মাধ্যমে অনেক নামিদামি প্রতিষ্ঠানে কাজ পাইয়ে দিয়েছেন। এলাকার নিম্নবিত্ত গরিব পরিবারের ছেলেমেয়েরা শিখেছে শিল্পকলার গুরুত্বও।
উল্লেখ্য তাঁর এই অঙ্কন প্রচেষ্টার ফসল জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও।কলকাতার বহু নামিদামি শিল্পিও এখন লালগোলা কে চিনেছেন এই শিল্পের জন্যও।