HighlightNewsদেশ

ভোটে জিততে ক্ষমতার অপব্যবহার করে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগাচ্ছে বিজেপি; অভিযোগ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে নিজেদের ক্ষমতার অপব্যবহার করে ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানোর অভিযোগ নতুন নয়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পটভূমিতে রাজ্যের শাসক দল তৃণমূল সুপ্রিমো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বার এই অভিযোগে সরব হয়েছেন। এবার সেই একই অভিযোগ শোনা গেল কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়নের মুখে।বিধানসভা ভোটের প্রাক্কালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলির “অতি সক্রিয়তা” নিয়ে সরব হয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে কেরলের মুখ্যমন্ত্রী বলেন,”ভোটের মুখে ক্ষমতার অপব্যবহার করে কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে বিজেপি।” শুধু তাই নয় এই পরিস্থিতিতে আইনের শাসন নিশ্চিত করতে কেন্দ্রের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দেন বিজয়ন। যদিও বিধানসভা নির্বাচনের আগে সোনা পাচার কাণ্ডে সিবিআই-এর জোর কদমে চালিয়ে যাওয়ার তদন্তই বিজয়নের এই ক্ষোভ প্রকাশের কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, ইতিমধ্যে সোনা পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন বিজয়নের দফতরের তথ্যপ্রযুক্তি ও প্রচার সংক্রান্ত বিভাগের প্রাক্তন আধিকারিক স্বপ্না সুরেশ। বরখাস্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী বিজয়নের প্রাক্তন প্রধান সচিব এম শিবশঙ্করকে। শুধু তাই নয় এই সোনা পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে কেরলের এক মন্ত্রীর বিরুদ্ধেও।

উল্লেখ্য, চলতি মাসেই তথ্যপ্রযুক্তি ও প্রচার সংক্রান্ত বিভাগের প্রাক্তন আধিকারিক সপ্না সুরেশ হাইকোর্টের দেওয়া একটি জবানবন্দিতে জানান,মুখ্যমন্ত্রী বিজয়নের অনুরোধেই রাজ্যে বিদেশি মুদ্রা পাচার করা হয়েছে। শুধু তাই নয়, তিনি বলেন, কেরল বিধানসভার স্পিকার শ্রীরামকৃষ্ণ এবং রাজ্যের তিন মন্ত্রী বিদেশি মুদ্রা পাচারের যুক্ত রয়েছেন। এর পরেই এই ঘটনার পিছনের কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের দাবি তোলে শাসকদল সিপিএম। এ প্রসঙ্গে এর আগে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছিলেন,”আমাদের ভয় দেখানো যাবে না। কারণ, আমাদের সরকার কোথাও কোনও দুর্নীতিতে যুক্ত নয়। রাজনৈতিক কারণেই বিজেপি বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে জল ঘোলা করতে চাইছে।”

Related Articles

Back to top button
error: