HighlightNewsদেশ

“নিয়মিত রান্নার গ্যাসের দাম বাড়িয়ে জনগণকে লুট করছে কেন্দ্র”; শিলিগুড়ির পদযাত্রার আগে টুইটারে আক্রমণ মমতার

টিডিএন বাংলা ডেস্ক: আজ শিলিগুড়ি থেকে রান্নার গ্যাসের দাম তথা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদী পদযাত্রায় শামিল হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই এদিন সকালে টুইটারে কেন্দ্র সরকার কে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,”নিয়মিত রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষকে লুঠ করছে বিজেপি। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বাড়ির মহিলারা। এরপরেও কেন্দ্রীয় সরকার কর ছাড় দিয়ে খরচের ভার লাঘব করার চেষ্টা করছে না। এই পরিস্থিতির প্রতিবাদে আমি রবিবার শিলিগুড়ির মিছিলে হাঁটবো। এখনই রান্নার গ্যাসের দাম কমাতে হবে।”

শিলিগুড়ি থেকে প্রায় ষাট থেকে সত্তর হাজার মহিলা সমর্থকদের পাশে নিয়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি তথা রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদী পদযাত্রায় পা মেলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির এই কর্মসূচিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন হ্যাশট্যাগ “#ইন্ডিয়া এগেনস্ট এলপিজি লুট” লিখে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, প্রার্থী তালিকা ঘোষণার পর প্রথম রবিবারে উত্তরবঙ্গে সভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে শুক্রবার যে প্রার্থী তালিকা মুখ্যমন্ত্রী প্রকাশ করেছিলেন সেখানে ২৯১টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পাহাড়ের জন্য ছেড়ে দেওয়া হয় তিনটি আসন। রবিবার ওই তিনটি আসনের নাম ঘোষণা করা হয় কিনা তা নিয়েই জল্পনা চলছে রাজনৈতিক মহলে। পাশাপাশি প্রার্থী তালিকা ঘোষণার পর উত্তরবঙ্গের মানুষের মন জয় করতে কি নতুন কৌশল প্রয়োগ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেও নজর রেখেছেন রাজনৈতিক কারবারিরা।

 

 

Related Articles

Back to top button
error: