HighlightNewsদেশ

স্বাধীনতা দিবসে পরোক্ষে বিজেপির ‘বুলডোজ়ার নীতি’র কড়া সমালোচনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

টিডিএন বাংলা ডেস্ক: স্বাধীনতা দিবসে দেশের মানুষের জন্য দেওয়া একটি ভাষণে নাম না করে পরোক্ষে বিজেপির ‘বুলডোজ়ার নীতি’র কড়া সমালোচনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ‘নির্বিচারে ধরপাকড়ের’ ঘটনারও নিন্দা করেছেন তিনি। ‘হিংসা এবং নিপীড়নে’ রাশ টানার জন্য সরকারের দায়বদ্ধতার পাশাপাশি, প্রধান বিচারপতি মনে করিয়ে দিয়েছেন, দেশের প্রতিটি ব্যক্তিরই ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও বিজেপির মধ্যপ্রদেশ-হরিয়ানা ও অন্যান্য রাজ্য সরকারের ‘বুলডোজ়ার নীতি’ নিয়ে কড়া সমালোচনা চলছে গোটা দেশ জুড়ে। তারই মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের ৭৭তম স্বাধীনতা দিবসের কর্মসূচিতে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের উপস্থিতিতে এদিন প্রধান বিচারপতি বলেন, “নির্বিচারে সম্পত্তি ধ্বংস এবং গ্রেফতারির ঘটনা ন্যায়বিচারের পথে অন্তরায়।” তিনি আরও বলেন, “আমাদের সংবিধানে বিচারবিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলা হয়েছে। যাতে শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানগুলি সাংবিধানিক সীমারেখার মধ্যে কাজ করে, তা নিশ্চিত করার দায়িত্ব বিচারবিভাগের।” এরপর আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সুপ্রিম কোর্টের বার, দেশের শীর্ষস্থানীয় বার হিসাবে আইনের শাসন রক্ষার পক্ষে দাঁড়াবে।”

Related Articles

Back to top button
error: