রাজ্য

আব্বাস সিদ্দিকীর সঙ্গে হাত মিলিয়ে সিপিএম আর বামপন্থী নেই; মন্তব্য বাম জমানার অন্যতম নেতা মজিদ মাষ্টারের

টিডিএন বাংলা ডেস্ক: একদা বাম জমানার অন্যতম নেতা। বাম জমানায় ভেড়ি এলাকায় নিরঙ্কুশ প্রাধান্য কায়েম করা একদা উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম নেতা মজিদ আলি। জনসাধারণের কাছে পরিচিত মজিদ মাস্টার নামেই। বাম জমানার এই দাপুটে নেতা নিজের কাঁধ থেকে লাল ঝান্ডা নামিয়ে দিয়েছিলেন ২০১৫ সালের জুন মাসে। সিপিএমে নিজের সদস্যপদ নবীকরণ করাননি তিনি। যদিও রাজনীতির আঙ্গিনার সব খবরই রাখেন তিনি। ২০১৬ সালে যখন বামেরা কংগ্রেসের হাত ধরেছিল তখনও তাঁকে ক্ষোভ প্রকাশ করতে শোনা গিয়েছিল। বলেছিলেন, দলের আদর্শচ্যূতি ঘটেছে। আর এবার ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংয়েসিপিয়েমের আসন সমঝোতার সিদ্ধান্তের পরও আহত হয়েছেন তিনি। আহত হয়েছে তার বামপন্থার উপর থাকা দৃঢ় বিশ্বাস।

সেই আহত মনের ক্ষোভ প্রকাশ করেই তিনি বলেছেন,”সিপিএম যখন আইএসএফের সঙ্গে আসন সমঝোতা করতে পারে, তখন তো বিজেপির সঙ্গেও জোট করতে পারে। কারণ, দু’টি দলের চরিত্র এক। আমি এই দু’টি দলের মধ্যে কোনও পার্থক্য দেখি না। তাই আমার মনে হয় আইএসএফের সঙ্গে হাত মেলানোয় সিপিএম আর বামপন্থী নেই।” শুধু তাই নয়, আনন্দবাজার পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে আইএসএফ তো বটেই কংগ্রেসের সঙ্গেও সিপিএমের জোট কেন সম্ভব নয় সে প্রসঙ্গে মজিদ মাস্টার বলেছেন,”আমি ১৯৭৯ সাল থেকে রাজনীতি করেছি। যাঁরা সেই সময় আমাদের রাজনীতিতে আসার ক্ষেত্রে পথ দেখিয়েছিলেন, তাঁরাই কংগ্রেসের সঙ্গে সিপিএমের পার্থক্য বুঝিয়েছিলেন। আমরাও সেই পার্থক্য বুঝে সিপিএমের আদর্শে দীক্ষিত হয়েই রাজনীতি করেছিলাম। যাঁরা আমাদের আদর্শের পাঠ দিয়েছিলেন, তাঁরা আজ আর নেই। কিন্তু তাঁদের সেই শিক্ষা ভুল নয়। সিপিএম সেই সব আদর্শ জলাঞ্জলি দিয়ে এখন কংগ্রেসের সঙ্গে জোট করেছে। তাই আমি বলছি, সিপিএম আর বামপন্থী নেই।”

Related Articles

Back to top button
error: