HighlightNewsদেশ

ভয়াবহ বন্যায় লাফিয়ে বাড়ছে মৃত্যুমিছিল, মৃত্যু কমপক্ষে ১০০ জনের

টিডিএন বাংলা ডেস্ক: ক্রমশ্য ভয়াবহ আকার ধারন করছে অসমের বন্যা পরিস্থিতি। বন্যা ও ভূমিধসের কবলে পড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুমিছিল। গত ২৪ ঘন্টায় উত্তর-পূর্বের এই রাজ্যে আবারও ৪ শিশু সহ আরও ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই পর্যন্ত এই বন্যায় অসমে মৃতের সংখ্যা ১০০ জন ছাড়িয়ে গিয়েছে।

চলতি বছরের বন্যায় ৯৯,০২৬ হেক্টরের বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কপিলি, ডিসাং ও ব্রহ্মপুত্র নদের পানি বিভিন্ন স্থানে বিপদসীমার ওপর দিয়ে বইছে। সেনাবাহিনীর পাশাপাশি, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) এবং আসাম পুলিশের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ত্রাণ ও উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে। এখনও পর্যন্ত অসমের ৩২ টি জেলার ৪৯৪১ টি গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বন্যায় সরকারি হিসাব অনুযায়ী কমপক্ষে ৫৪.৭ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Related Articles

Back to top button
error: