HighlightNewsদেশ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস এবং আইএসএফের আসন বন্টন সম্পূর্ণ; ৮ মার্চ প্রকাশিত হতে পারে ৬০ জন প্রার্থীর তালিকা

টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নীল বাড়ির লড়াইয়ে শাসক দল তৃণমূল ও বিজেপি সঙ্গে পাল্লা দিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছে বাম কংগ্রেস এবং আইএসএফএর জোট। খবর অনুযায়ী সম্পূর্ণ হয়ে গিয়েছে আসন বন্টন প্রক্রিয়া। ২৯৪ টি আসনের মধ্যে ১৬৫ টি আসনে লড়বে বামেরা। ৯২ টি আসনে লড়বে কংগ্রেস এবং ৩৭ টি আসনে লড়বে ফুরফুরা শরীফ দরবার পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।

প্রসঙ্গত, এর আগে আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ৩০টি আসন দেওয়া হয়েছিল। যদিও তা নিয়ে খুশি ছিলেন না পীরজাদা। এরপর আরও সাতটি আসন দেওয়া হয় আইএসএফকে। আসন বন্টন প্রক্রিয়া শেষ হওয়ার পর ৮ মার্চ প্রথম দুই চরণের মোট ৬০ জন প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের মধ্যে প্রথম চরণে অর্থাৎ ২৭ মার্চ মোট ৩০টি আসনে ভোট দেওয়া হবে। অপরদিকে দ্বিতীয় চরণে, মোট ৩৭টি আসনে ১ এপ্রিল ভোট দেওয়া হবে। তৃতীয় চরণে ৬ এপ্রিল ৩১টি আসনে, চতুর্থ চরণে ১০ এপ্রিল ৪৪টি আসনে, পঞ্চম চরণে ১৭ এপ্রিল ৪৫টি আসনে, ষষ্ঠ চরণে ২২ এপ্রিল ৪৩টি আসনে, সপ্তম চরণে ২৬ এপ্রিল ৩৬টি আসনে এবং অষ্টম চরণে ২৯ এপ্রিল ৩৫ টি আসনে ভোট দেওয়া হবে। ফলাফল ঘোষণা করা হবে ২ মে।

Related Articles

Back to top button
error: