HighlightNewsরাজ্য

নির্বাচন কমিশনার নিয়োগ ঘিরে সংঘাতে রাজ্যপাল ও রাজ্য সরকার! তৃতীয় নাম চাইলো রাজভবন

টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগকে কেন্দ্র করে রাজ্যপাল ও রাজ্য সরকারের আবারও সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে রাজভবনের এক সিদ্ধান্তে। কারণ নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য এবার তৃতীয় কোনো নাম চেয়ে পাঠিয়েছে রাজভবন।

সদ্য প্রাক্তন কমিশনার সৌরভ দাসের কার্যকালের মেয়াদ শেষ হয়েছে গত রবিবার। তাঁর স্থানে নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১৮ মে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিংহের নাম প্রস্তাব আকারে রাজভবনে পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানিয়ে দেন কোনো একক নামে ছাড়পত্র দিতে রাজি নন তিনি। এরপর দ্বিতীয় নাম হিসেবে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসার অজিতরঞ্জন বর্ধনের নাম প্রস্তাব করে নবান্ন। কিন্তু এবার তৃতীয় নাম চেয়ে পাঠিয়েছে রাজভবন।

প্রসঙ্গত, অতীতে সাধারণ ভাবে দেখা গিয়েছে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজ্য সরকারের বেছে দেওয়া নামেই সিলমোহর দিয়েছেন রাজ্যপাল। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটছে বলেই মনে করছেন প্রবীণ আমলা ও প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশ।

Related Articles

Back to top button
error: