Highlightদেশ

করওয়া চৌথের দিন মুসলমানদের হাত থেকে মেহেন্দি না পড়ার হুঁশিয়ারি দিল হিন্দু মহাসভা

টিডিএন বাংলা ডেস্ক: এবার মেহেন্দিতেও লাগলো ধর্মের রং। করওয়া চৌথের দিনে হিন্দু বোনদের মুসলমানের হাত থেকে মেহেন্দি লাগানো উচিত নয়। যদি তারা তা করে তাহলে তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। উত্তরপ্রদেশের মুজাফফরনগরে সর্বভারতীয় হিন্দু মহাসভার পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয়েছে। সংগঠনের পদাধিকারীরা বাজারে যারা মেহেন্দি লাগাচ্ছেন তাদের আধার কার্ডও পরীক্ষা করছেন।

ওই হিন্দু সংগঠনের মতে, জিহাদিরা মেহেন্দি লাগানোর সময় হিন্দু বোনদের প্রলুব্ধ করছে। তাদের মনে লাভ জিহাদ আছে। তাই আমরা সকল হিন্দু নারীদের কাছে আবেদন জানাই যেন মুসলিম যুবকদের হাত থেকে তাঁরা মেহেন্দি না পড়েন।

সর্বভারতীয় হিন্দু মহাসভার জেলা সভাপতি লোকেশ সাইনি ‘দৈনিক ভাস্কর’কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, হিন্দু মহাসভা ইতিমধ্যেই করওয়া চৌথ উপলক্ষে সতর্ক করেছিল যে কোনও মুসলমান হিন্দু বোন ও কন্যাদের মেহেন্দি লাগাবে না। কেউ যদি এমনটি করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সতর্কতার পরে হিন্দু বোন এবং কন্যারা সতর্ক হয়েছিলেন, যার কারণে তারাও মুসলমানদের হাত থেকে মেহেন্দি লাগানো থেকে বিরত ছিলেন। লোকেশ আরো বলেন, কিছু মুসলিম বোন ও মেয়েকে হিজাবে মেহেন্দি লাগাতে দেখা গেছে। আমাদের পক্ষ থেকে তাঁদের হালচাল জিজ্ঞাসা করা হয় এবং কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের ফোন করতে বলা হয়।

Related Articles

Back to top button
error: