Highlightরাজ্য

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব আইএসএফ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হল আইএসএফ। শনিবার ফ্রন্টের মুখপত্র সৌমিত্র দস্তিদার এক বিবৃতিতে জানান,দলিত আদিবাসী সংখ্যালঘু মুসলিম ঐক্যের ভিত্তিতে গড়ে উঠেছে আই এস এফ। বিজেপির ফ্যাসিস্ট রাজনীতির বিরুদ্ধে সে সততই সোচ্চার ।আজ সারা দেশের কৃষকেরা দীর্ঘ সময় ধরে চলা কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতে বেছে নিয়েছেন এই ছাব্বিশ জুন। এখন দেশে অঘোষিত জরুরি অবস্থা জারির প্রতিবাদে এই সংহতি দিবস ফ্যাসিস্ট শক্তি কে আটকাতে পারে একমাত্র গনতন্ত্র । এরাজ্য যে তা নেই তা আর একবার প্রমাণ করল তৃণমূল কংগ্রেসের সরকার।’

বিবৃতিতে আরও বলা হয়েছে,’পুলিশের নাকের ডগায় ভ্যাকসিন কেলেঙ্কারি চলে যে রাজ্যে সেখানে বিজেপি বিরোধী স্বর বন্ধ করার চক্রান্ত আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না।’
আইএসএফ বলছে,’আজ শান্তিপুর্নভাবে কলকাতা গান্ধী মূর্তি পাদদেশে অবস্থান বিক্ষোভ দেখাতে গেলে দলের কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক, সাধারণ সম্পাদক বিশ্বজিত মাইতি, রাজ্য কমিটি কমিটির সহ-সম্পাদক লক্ষীকান্ত হাঁসদা, মুখপাত্র মইদুল ইসলাম এবং দলের চেয়ারম্যান ও বিধায়ক মহঃ নওশাদ সিদ্দিকীকে যেভাবে অগণতান্ত্রিক পথে লালবাজারে নিয়ে গিয়ে হেনস্থা করা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গনতন্ত্রপ্রেমী সমাজের সব স্তরের মানুষকে আহ্বান জানাই এই স্বৈরতন্ত্রী আচরনের বিরুদ্ধে আমাদের পাশে থাকার । সমস্ত বিষয়টি ইতিমধ্যেই দিল্লির কৃষক আন্দোলনের নেতাদের জানানো হয়েছে।’

Related Articles

Back to top button
error: