HighlightNewsআন্তর্জাতিক

মক্কা মদিনার মসজিদে তারাবির ইমামদের তালিকা প্রকাশ, নাম নেই শায়খ ইয়াসির দাওসারির

টিডিএন বাংলা ডেস্ক: এ বছরও আসন্ন রমজান মাসে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে (হারামাইন শরিফ) তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে পবিত্র দুই মসজিদের তারাবি ও তাহাজ্জুদ নামাজের ইমামদের তালিকা প্রকাশ করা হয়েছে।

সোমবার ইমামদের সাথে রমজানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেন মসজিদ দু’টির পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস।

প্রকাশিত তালিকা অনুসারে এবার মোট চারজন তারাবির নামাজের ইমাম হিসেবে থাকবেন। প্রতিদিন দুজন করে ইমাম তারাবির ২০ রাকাত নামাজ পড়াবেন। তারা হলেন- শায়খ ড. আবদুল্লাহ আল বিন আওয়্যাদ আল-জুহানি, শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস, শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ ও শায়খ ড. মাহির বিন হামাদ আল-মুয়াইকালি। তারা রমজানের শেষ ১০ দিন তাহাজ্জুদ ও বিতরের নামাজ পড়াবেন।

প্রকাশিত তালিকায় দেখা যায়নি প্রসিদ্ধ দুই ইমাম শায়খ ড. সুউদ বিন ইবরাহিম আল-শুরাইম ও শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আল-দাওসারির নাম। শায়খ ড. সুউদ বিন ইবরাহিম আল-শুরাইম আগেই ইমামতির পদ থেকে পদত্যাগ করেছেন। এবার কয়েকটি মিডিয়া দাবি করেছে যে শায়খ ড. ইয়াসির বিন রাশিদ আল-দাওসারিও সম্প্রতি মসজিদুল হারামের ইমামতি থেকে অব্যাহতি নিয়েছেন। তবে কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি সম্পর্কে জানা যায়নি।

খবরে প্রকাশ, এ বছর মসজিদে নববীতে তারাবির নামাজে ছয়জন ইমাম দায়িত্ব পালন করবেন। তারা হলেন- শায়খ ড. আবদুল্লাহ বুয়াইজান, শায়খ ড. আবদুল মুহসিন আল-কাসিম, শায়খ আহমদ বিন তালিব ও শায়খ সালাহ আল বুদাইর। অন্যদিকে রমজানের শেষ ১০ দিনের তাহাজ্জুদ নামাজে তাদের সাথে শায়খ ড. আলী আল-হুজাইফি ইমামতি করবেন। হারামাইন ওয়েবসাইট থেকে এ খবর জানা গেছে।

Related Articles

Back to top button
error: