গরিবের মসিহা সোন‍ুর বাড়িতে আইটি হানা

টিডিএন বাংলা ডেস্ক : গরিবের বন্ধ‍ু অভিনেতা সোনু সুদের এবার বাড়িতে হানা দিল আয়কর আধিকারিকরা। সূত্রের খবর, করদাতারা লখনউ-ভিত্তিক একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে সোনুর সম্পত্তির চুক্তির তদন্ত করছেন। আর সেই তদন্তের স্বার্থেই তাঁরা আজ সোনু সুদের বাড়িতে গিয়েছেন।
এর ঠিক আগের দিন ব‍ুধবারই সোন‍ুর ৬টি অফিসে হানা দেয় আয়কর দফতর। অফিসাররা যদিও একে হানা বলতে নারাজ। তাদের দাবি অভিনেতার সম্পত্তির পরীক্ষা নিরিক্ষা করতে এসেছেন তারা। এই ঘটনায় তোলপাড় বলিউডে।

ঘটনা হল, রাজনৈতিক মহলে কয়েকদিন ধরে একটা গ‍ুঞ্জন শোনা যাচ্ছে। সেটা হল, সোন‍ু সম্ভবত আম আদমি পার্টিতে যোগ দিতে চলেছেন। অভিনেতা এই নিয়ে ম‍ুখ না খ‍ুললেও জল্পনার ফান‍ুস উড়েছে।
গত বছর করোনাকালে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন সোন‍ু। সাধারণ মান‍ুষরা তাঁর নাম দেন মসিহা। যখনই কেউ বিপদে পড়েছেন, সোন‍ু গেছেন ছ‍ুটে। সেই সোন‍ুর বাড়িতে ও অফিসে আয়কর হানা। যা নিয়ে তাঁর অন‍ুগামীদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। তবে অনেকেই মনে করছেন, আপে যোগদানের সম্ভাবনা এবং করোনাকালে মান‍ুষের মসিহা হয়ে ওঠার চেষ্টাই কাল হলো সোন‍ুর।