টিডিএন বাংলা ডেস্ক:মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, সারা দেশ জুড়ে শহরের নাম পরিবর্তনের জন্য গত পাঁচ বছরে যে প্রস্তাবগুলি এসেছে তাতে সরকারের কোনো আপত্তি নেই। এদিন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ সাইদা আহমেদ দেশজুড়ে শহরের নাম পরিবর্তনের অনুমোদন পাওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের গৃহীত প্রস্তাবগুলির সম্পর্কে জানতে চান। জানতে চান, দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলির নাম পরিবর্তনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিক কি দিকনির্দেশনা রয়েছে ।
এদিন এক লিখিত উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে জানান, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে বাংলা, ইংরেজি এবং হিন্দি এই তিন ভাষায়-ই রাজ্যের নাম ‘বাংলা’ করার জন্য একটি প্রস্তাব এসেছে। সাথে তিনি জানান যে, জায়গাগুলির নাম পরিবর্তনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব কোনও দিকনির্দেশনা নেই। এই নাম পরিবর্তনের ক্ষেত্রে সরকারের নেই আপত্তিও।
নিত্যানন্দ রাই তথ্য উল্লেখ করে জানান, ২০১৭ সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যের ‘রাজামুন্দ্রি’ শহরের নাম পরিবর্তন করে ‘রাজামহেন্দ্রভারম’ করা হয়েছে। ২০১৮ সালে ঝাড়খণ্ডের ‘নগর উন্টারি’ শহরের নাম পরিবর্তন করে ‘শ্রী বংশীধর নগর’ করা হয়। একই বছরে, মধ্যপ্রদেশ নগর পঞ্চায়েত শহর ‘বীরসিংহপুর পালি’র নাম পরিবর্তন করে ‘মা বিরসিনীধাম’ করা হয়। ওই বছরেই উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের নাম পরিবর্তন করে ‘প্রয়াগরাজ’ করা হয়। ২০২১ সালে মধ্যপ্রদেশের ‘হোশাঙ্গাবাদ নগর’ শহরের নাম পরিবর্তন করা হয় ‘নর্মদাপুরম’ এবং ‘বাবাই’ শহরের নাম পরিবর্তন করে ‘মাখন নগর’ করা হয়।
তিনি আরও জানান, মধ্যপ্রদেশের ‘নসরুল্লাগঞ্জ নগর’ শহরটির নাম পরিবর্তন করে ‘ভেরুন্ডা’ করার জন্যেও ইতিমধ্যে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।