HighlightNewsরাজ্য

গ্রীষ্মের তাপদাহে পুড়ছে রাজ্যবাসী, গরমের ছুটি এগিয়ে আনা হতে পারে, জানালেন শিক্ষামন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক : গ্রীষ্মের তাপদাহে পুড়ছে রাজ্যবাসী। এরই মধ্যে তাপপ্রবাহের জেরে কয়েকজন শিক্ষার্থীর মৃত্যুর খবর এসছে। এমতাবস্থায় গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্টানগুলি চালু রাখলে শিক্ষার্থীদের জীবন ঝুকির মধ্যে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আর সেই কারণেই গরমের ছুটি এগিয়ে আনা হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও সরকারি ভাবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, তবে নবান্ন এমনটাই চিন্তাভাবনা করছে খবর। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও মঙ্গলবার বিকেলে সেই কথাই জানিয়েছেন। প্রশাসন সূত্রে খবর, আজ বুধবার দুপুরে নবান্নে সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার, বিডিও, এসডিও এবং আইসি-ওসিদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই গরমে ছুটি এগিয়ে আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

প্রসঙ্গত, প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। এই গরমে দুপুরের কড়া রৌদ্রে ক্লাস করা অসম্ভব হয়ে পড়েছে কচিকাচাদের জন্য। আর সেই সমস্যার কারণেই এবার সকালে ক্লাস করার পরামর্শ দিয়েছে শিক্ষাদপ্তর। অন্যদিকে ২৮-২৯ তারিখ থেকেই আবার পরীক্ষা শুরু হচ্ছে অনেক স্কুলেই। এই গরমের মধ্যে কীভাবে পরীক্ষা দেবে তা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছে খুদেরা।

Related Articles

Back to top button
error: