HighlightNewsদেশ

কুতুব মিনারের নাম বদলে রাখতে হবে বিষ্ণু স্তম্ভ, দাবিতে বিক্ষোভ হিন্দুত্ববাদীদের

টিডিএন বাংলা ডেস্ক: ভারতের ঐতিহাসিক স্থাপত্যের মধ্যে একটি হল কুতুব মিনার। ইউনেস্কোর “ওয়ার্ল্ড হেরিটেজ সাইট”-এর অন্তর্গত কুতুব মিনার সম্পূর্ণটাই ইটের তৈরি এবং এটি বিশ্বের দীর্ঘতম মিনার। যার দৈর্ঘ্য ৭২.৫ মিটার। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, কুতুবউদ্দিন আইবক এই মিনারটি তৈরি করেছিলেন তাই এর নাম কুতুব মিনার। এহেন ইতিহাসের সাক্ষী কুতুব মিনারের নাম বদল করার দাবি জানিয়েছেন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। কুতুব মিনারের নাম বদলে রাখতে হবে বিষ্ণু স্তম্ভ। এমনটাই দাবি তুলেছেন হিন্দুত্ববাদী সংগঠন মহাকাল মানবসেবা প্রোটেস্ট সহ বেশ কয়েকটি সংগঠন।

এক সর্ব ভারতীয় সংবাদ সংস্থার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। প্রসঙ্গত, কিছুদিন আগে দিল্লিতে বিজেপি দাবি তুলেছিল রাজধানীর আকবর রোড, হুমায়ুন রোড, ওরঙ্গজেব লেন-এর মত সড়কের নাম বদলে দেওয়া হোক। উত্তর দিল্লির পুরসভার চেয়ারম্যানকে এক চিঠিতে দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্ত দাবি জানান, ওই সড়ক গুলির নাম বদলে মহারানা প্রতাপ, গুরু গোবিন্দ সিং, মহর্ষি বাল্মীকি ও জেনারেল বিপিন রাওয়াত-এর নামে রাখা হোক।

উল্লেখ্য, কুতুব মিনার নিয়ে বিতর্ক আজকের নয়। কুতুব মিনারের অবস্থিত ২৭ টি মন্দির আবার নতুন করে নির্মাণের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল। এর আগে, দিল্লির সাকেত আদালতে মন্দির পুনর্নির্মাণ করার আর্জি নিয়ে তিনটি মামলা দায়ের হয়। যদিও ওই আদালতে তিনটি আবেদনই খারিজ হয়ে যায়।

Related Articles

Back to top button
error: