মুহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ
উত্তর দিনাজপুর জেলার করনদীঘি হাসপাতালের কর্মীদের মানবিক মুখ দেখল মানুষ। ৭৩ বছরের আদিবাসী বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো থেকে শুরু করে, তার প্রয়োজনীয় জিনিষ কেনা, তাকে বৃদ্ধাশ্রমে পাঠানো সবই হলো করনদীঘি গ্রামীন হাসপাতালের নার্স, কর্মী, অ্যাম্বুলেন্স চালক সহ চিকিৎসকদের উদ্যোগে। করনদীঘি হাসপাতালের নার্স সীমা জানা জানিয়েছেন, গত বেশ কদিন আগে একজন বৃদ্ধা হাসপাতালের বাইরে শুয়ে ছিলেন। তিনি দীর্ঘদিন না খেতে পেয়ে চলন শক্তি হারিয়েছিলেন। তার ছিল শ্বাসকষ্টের সমস্যা। তাকে উদ্ধার করে করনদীঘি গ্রামীন হাসপাতালে ভর্তি করানো হয়। তাকে সুস্থ করার লাগাতার প্রয়াস চালানো হয়। বর্তমানে করনদীঘি ব্লকের হেমেনপুরের ৭৩ বছরের বৃদ্ধা বিটিয়া হাসদা সম্পুর্ন ভাবে সুস্থ। কিন্তু তার পরিবারে কেউ না থাকাতে তিনি ভীষন অসহায়। সোমবার তাকে একটি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তিনি পরবর্তী জীবন কাটাবেন। করনদীঘি গ্রামীন হাসপাতালের এই উদ্যগের প্রশংসা বরেছেন সাধারন মানুষ।