HighlightNewsদেশ

কেন্দ্রের সতর্কতার পর পর্যাপ্ত অক্সিজেন আছে বলে জানাল রাজ্য স্বাস্থ্য মন্ত্রক

টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের সতর্কতার পর পর্যাপ্ত অক্সিজেন আছে বলে জানাল রাজ্য স্বাস্থ্য মন্ত্রক। আবারও করোনার ঢেউ আছড়ে পড়তে পারে বিশ্বে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেই মত বিশ্ব জুড়ে শুরু হয়েছে আগাম সতর্কতা। এমতাবস্থায় অতীতের পুনরাবৃত্তি আটকাতে নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রতিটি রাজ্যকে সতর্ক করে বার্তা পাঠিয়েছে। কেন্দ্রের নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, অক্সিজেনের জোগান ঠিক রাখতে ও পরিকাঠামো প্রস্তুত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। কারণ করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ে সারা দেশ অসহায় ভাবে দেখেছে প্রবল শ্বাসকষ্টে ভোগা রোগীরা কিভাবে অক্সিজেনের অভাবে স্বাস্থ্যকর্মীদের চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সেই করুণ মৃত্যুর ছবিগুলো আজও মোছা যায় না।

আবারও যদি এই মহামারী ছড়িয়ে পড়ে তাহলে তার বিরুদ্ধে লড়তে রাজ্যগুলিকে আগাম ব্যবস্থা নিয়ে রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, “আমাদের অক্সিজেনের ব্যবস্থা ঠিকঠাকই রয়েছে। মকড্রিল করেও সেগুলি দেখে নেওয়া হবে। সব রকমের পরিকাঠামো প্রস্তুত রয়েছে রাজ্যের।” স্বাস্থ্য দফতরের খবর অনুজায়ী, রাজ্যে এই মুহূর্তে ২০টি এলএমও এবং ৭৯টি পিএসএ প্লান্ট রয়েছে। করোনার চিকিৎসার জন্য সরকারি স্তরে চিহ্নিত ৩২ হাজার ২৬৮টি শয্যার মধ্যে প্রায় ৩০ হাজার এই মুহূর্তে অক্সিজেনযুক্ত।

Related Articles

Back to top button
error: