টিডিএন বাংলা ডেস্ক: আতিক ও আশরাফ হত্যা মামলায় শুক্রবার উত্তরপ্রদেশ সরকারের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। হত্যা মামলার বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত। আদালতের প্রশ্ন, ওই দিন কী ঘটেছিল এবং তদন্তে এখন পর্যন্ত কী হয়েছে, তা সরকারের বলা উচিত? এছাড়া ২৪ ফেব্রুয়ারি উমেশ পাল হত্যা মামলার আসামিদের এনকাউন্টারের রিপোর্টও চেয়েছে আদালত। একইসঙ্গে, আতিক-আশরাফকে হাসপাতালে আনার খবর খুনিরা কীভাবে পেল, তা জানতে চেয়েছে আদালত। আতিক-আশরাফকে নিয়ে আসা গাড়িটি কেন সরাসরি হাসপাতালে আনা হয়নি? মামলার পরবর্তী শুনানি হবে ৩ সপ্তাহ পর।
প্রসঙ্গত, আতিক-আশরাফকে ১৫ এপ্রিল রাত ১০:৩৫মিনিটে প্রয়াগরাজের কলভিন হাসপাতালে গুলি করে হত্যা করা হয়। শ্যুটার লাভলেশ তিওয়ারি, সানি সিং এবং অরুণ মৌর্য সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করেন। উমেশ পাল হত্যা মামলায় পুলিশ এনকাউন্টারে এ পর্যন্ত চার অভিযুক্ত নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে আতিকের ছেলে আসাদ, গোলাম, আরবাজ, উসমান চৌধুরী।