HighlightNewsরাজ্য

সাড়ে ১১ টা পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়ল ৩৪.১২%, রাজ্যের চার জেলায় মোট ভোট ৩৭.৪২%

টিডিএন বাংলা ডেস্ক: বৃহষ্পতিবার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা নির্বাচনে রাজ্যের চার জেলায় ভোটগ্রহণ পর্ব শুরু হতেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি দেখতে পাওয়া গেছে। কেশপুরে ভাঙচুর করা হয়েছে বিজেপি প্রার্থীর গাড়ি। চন্ডিপুর, বড়জোড়ায় আক্রান্ত বিজেপি কর্মীরা। অভিযোগ উঠছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। ডেবরায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় বলেও জানা গেছে। এরইমধ্যে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার মোট ৩০ টি আসনে মোট ৩৭.৪২ শতাংশ ভোট পড়েছে। সকাল সাতটা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, সাড়ে ১১টা পর্যন্ত পূর্ব মেদিনীপুরে ৩৮.২৭, পশ্চিম মেদিনীপুরে ৪১.৪৯, বাঁকুড়ায় ৩৬.৯২ এবং দক্ষিণ ২৪ পরগনায় ২৭.০৫ শতাংশ ভোট পড়েছে। অপরদিকে, নন্দীগ্রামে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩৪.১২ শতাংশ।

Related Articles

Back to top button
error: