টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কঠোর নিরাপত্তা ও সতর্কতার মধ্যে দিয়ে আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকেই উত্তরপ্রদেশে শুরু হল দুই দফার পুরনির্বাচনের প্রথম পর্ব। নির্বাচন কমিশন সূত্রে খবর, পরবর্তী দ্বিতীয় দফার নির্বাচন শুরু হবে আগামী ১১ মে। এরপর সেই নির্বাচনের ফল প্রকাশের জন্য দিন ধার্য করা হয়েছে ১৩ মে। এদিন সকাল সকাল গোরক্ষপুরে নিজের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই ভোট গ্রহণ পর্ব চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে এ বার পুরভোটে ১৭টি নগর নিগম, ১৯৯টি নগরপালিকা এবং ৫৪৪টি নগর পঞ্চায়েতের ভোটাররা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।