HighlightNewsরাজ্য

এন্টিকলিউশন ডিভাইস না থাকায় এই দুর্ঘটনা, কেন্দ্রীয় রেলমন্ত্রীর সামনেই বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতার

টিডিএন বাংলা ডেস্ক: ওডিশার বালেশ্বরে দুর্ঘটনার শিকার ট্রেনটিতে এন্টিকলিউশন ডিভাইস না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় রেলমন্ত্রীর সামনেই এমন বিস্ফোরক অভিযোগ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ওডিশার বালেশ্বরে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে করমন্ডল এক্সপ্রেস। এই ঘটনায় নিহতের সংখ্যা প্রায় ৩০০ ছুঁয়েছে। আহত প্রায় ১ হাজার। এই ট্রেনের বিশাল সংখ্যক যাত্রী ছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাছাড়া ওডিশা পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হওয়ায় আজ ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সরেজমিনে ঘুরে দেখার পর সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন।

রেলমন্ত্রীর উপস্থিতিতে তিনি বলেন, “এখানে রেলমন্ত্রীর উপস্থিত আছেন আমি যতদূর জানতে পেরেছি এই ট্রেনে এন্টিকলিউশন ডিভাইস লাগানো ছিল না। যদি এন্টিকলিউশন ডিভাইস লাগানো থাকতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। কিন্তু যা হওয়ার তো হয়ে গিয়েছে, এখন তো আর যারা নিহত হয়েছেন তাদের ফিরে পাওয়া যাবে না। এখন উদ্ধার অভিযানের সময়।”

কি এই এন্টিকলিউশন ডিভাইস?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষ্য মতে, এন্টিকলিউশন ডিভাইস হল এমন একটি ব্যবস্থা যার সাহায্যে ট্রেনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। যদি কোনো ট্রেনে এই সিস্টেম থাকে তা হলে একই লাইনে ২টি ট্রেন চলে আসলে আপনা থেকেই ট্রেনটি থেমে যাবে। এন্টিকলিউশন ডিভাইস আগাম বিপদ সংকেত দিয়ে ট্রেনকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে।

Related Articles

Back to top button
error: