HighlightNewsরাজ্য

এবার বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার দায়ে এনকেডিএ-কে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ আদালতের

টিডিএন বাংলা ডেস্ক: বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির (এনকেডিএ) কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিল আদালত। রায়ে আদালত পর্ষদকে নির্দেশ দিয়েছে, নিউ টাউন অ্যাকশন এরিয়া টু-এর একাংশে খোলা স্থানে আবর্জনা পড়ে থাকার জন্য পরিবেশের কত ক্ষতি হয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে সেই হিসাব সম্পন্ন করতে হবে। এর পরবর্তী দু’সপ্তাহের মধ্যে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির থেকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায় করতে হবে। এ বিষয়ে সঠিক কি পদক্ষেপ নেওয়া হল সেই সংক্রান্ত একটি রিপোর্ট আগামী ২ নভেম্বরের মধ্যে আদালতে জমা দিতে হবে পর্ষদকে।

কিছুদিন আগেই বর্জ্য ব্যবস্থাপনায় যথাযথ পদক্ষেপ না নেওয়ায় দূষণ বাড়ছে- এই অভিযোগ তুলে আগামী দু-মাসের মধ্যে রাজ্য সরকারকে ৩,৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। সেই নির্দেশের দুই সপ্তাহের মধ্যে যত্রতত্র জঞ্জাল পড়ে দূষণের দরুন নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিল আদালত।

প্রসঙ্গত, নিউ টাউন অ্যাকশন এরিয়া টু এলাকায় উন্মুক্ত স্থানে আবর্জনার স্তুপ জমে থাকার ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন সেখানকার স্থানীয় এক নাগরিক। বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছিল আদালত। নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি(এনকেডিএ), দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিধাননগর পুরসভা এবং রাজ্য পরিবেশ দফতরকে নোটিস পাঠিয়ে এর কারণ জানতে চাওয়া হয়। উত্তরে এনকেডিএ জানায়, যে সংস্থাকে সংশ্লিষ্ট এলাকা থেকে জঞ্জাল সংগ্রহ এবং তা ভাগাড়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা এনকেডিএ-র অজ্ঞাতসারেই গত ১৮ অগস্ট থেকে ২২ অগস্ট খোলা জায়গায় আবর্জনা ফেলে রেখেছিল। আবর্জনা ওই ভাবে ফেলে রাখার কারণ জানতে চাইলে সংস্থা জানায়, তাদের চারটি কম্প্যাক্টরের মধ্যে কাজ চলাকালীন দু’টি কম্প্যাক্টর বিকল হয়ে যায়। মাত্র দু’টি কম্প্যাক্টরের মাধ্যমে কাজ চালাতে হয়েছিল। সেই কারণে সাময়িক সময়ের জন্য ওই এলাকায় জঞ্জাল জমে ছিল।

কিন্তু তাদের সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি আদালত। আদালতের বক্তব্য, দু’টি কম্প্যাক্টর বিকল হওয়ার কারণে আবর্জনা প্রক্রিয়াকরণের কাজ বাধাপ্রাপ্ত না হওয়া নিশ্চিত করতে হত নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটিকেই। বিকল্প ব্যবস্থা হিসাবে অন্য কম্প্যাক্টর ভাড়া করতে হত তাদের। কিন্তু তা তাঁরা সেটা করেনি। আর তাই এই ব্যার্থতার দায় এনকেডিএ-কেই নিতে হবে, দিতে হবে ক্ষতিপূরণ।

Related Articles

Back to top button
error: