HighlightNewsরাজ্য

এবার হিজাব বিতর্কের আঁচ বাংলায়! শিক্ষার্থীদের বচসায় উত্তাল স্কুল, বাতিল পরীক্ষা

টিডিএন বাংলা ডেস্ক: স্কুলে হিজাব বিতর্কের জেরে উত্তাল হয়েছে কর্নাটক তথা দেশ। এবার সেই হিজাব বিতর্কের আঁচ এই বাংলায়ও। হাওড়ার সাঁকরাইলের ধুলোগড়ি আদর্শ বিদ্যালয় নামে একটি সরকারি স্কুলে মুসলিম ছাত্রীদের হিজাব পরার বিরোধীতা করে নামাবলী পরে স্কুলে আসে কয়েকজন ছাত্র। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক পরা যাবে না বলে জানিয়ে দেয় স্কুলের ম্যানেজিং কমিটি। এই নিয়ে দুই সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় বচসা। বেশ কিছু ছাত্র-ছাত্রী স্কুলের টেবিল চেয়ার উলটে দেয়। এমনকী, স্কুলের মধ্যে ভাঙচুরও চালায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং ব়্যাফ। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। শেষ পর্যন্ত প্রশাসনের পরামর্শে পরীক্ষা বাতিল করে দেয় স্কুল কর্তৃপক্ষ।

এই প্রসঙ্গে স্কুলের টিচার ইনচার্জ অরিন্দম মান্না এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “স্কুলের ম্যানেজিং কমিটির বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় কোনও ধর্মীয় পোশাক পরে স্কুলে আসতে পারবে না পড়ুয়ারা। কিন্তু, কয়েকজন ছাত্র গায়ে নামাবলী জড়িয়ে এলে ঝামেলা শুরু হয়। প্রশাসনের নির্দেশে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছে। এ ব্যাপারে দু’পক্ষের অভিভাবকদের ডাকা হবে এবং ফের ম্যানেজিং কমিটির বৈঠক ডাকা হবে।”

Related Articles

Back to top button
error: