রাজ্য

বিধানসভার পিএসি চেয়ারম্যান হলেন মুকুল, ওয়াকআউট বিজেপির

টিডিএন বাংলা ডেস্ক: সব জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পিএসি চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। শুক্রবার মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান হিসেবে মনোনীত করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

বিজেপি যে ভয়টা পাচ্ছিল সেটাই বাস্তবে রূপায়িত হল। এটাই আজ অধিবেশনের হট–টপিক ছিল। যা বেলাশেষে উল্কার মতো আছড়ে পড়ল অধিবেশন কক্ষে। আর তার নাম ঘোষণা হতেই বিধানসভায় হট্টগোল শুরু করে দেয় বিজেপি। পরে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপির বিধায়করা।

সুবাদে তিনি হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেস নেতা। এখানেই শেষ নয়, বিরোধী বেঞ্চে বসে শাসক দলের হয়ে সওয়াল বেশ টানটান বিষয় হয়ে দাঁড়ায় বিধানসভায়। বিজেপি এই বিষয়টি মেনে নিতে পারছিলেন না।

এর আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিছুদিন আগে বলেছিলেন, মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করা হলে কিছুই করার নেই। তবে দেখার বিধানসভার অধ্যক্ষ কী সিদ্ধান্ত নেন।

আর আজ বিজেপির যে কিছুই করার নেই তা প্রমাণ হয়ে গেল বিধানসভায়। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বি‌রোধী দল থেকেই পিএসি চেয়ারম্যান হন। সেই ঐতিহ্যকে ভাঙলেন অধ্যক্ষ। বিজেপির কোনও সদস্য বা সদস্যা মুকুল রায়ের নাম প্রস্তাব করেনি। তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর উপস্থিতিতে তিনি ওই দলে যোগ দিয়েছেন। সেই অডিও–ভিডিও সবাই দেখেছেন। আমাদের অশোক লাহিড়ীর নাম পাঠিয়েছিলেন মুখ্য সচেতক মনোজ টিগ্গা। সেটা প্রত্যাখ্যাত করা হয়েছে। এই সরকার চায় খরচ আমরা করব, হিসাব আমরা দেখব। এই সরকার জিটিএ’‌র অডিট করেনি। খেলামেলায় টাকা খরচে বিরোধীরা যাতে বাধা না হতে পারে তাই এই সিদ্ধান্ত। সরকারের ভুলগুলো যাতে ধরতে না পারা যায়, তাই মুকুল রায়কে মনোনীত করা হল।’‌

Related Articles

Back to top button
error: