HighlightNewsদেশ

কৃষক আন্দোলনকে মজবুত করতে এবার নির্বাচনী রাজ্যগুলিতে বিজেপির বিরুদ্ধে ভোট করার জন্য আবেদন জানাবে সংযুক্ত কিষান মোর্চার টিম

টিডিএন বাংলা ডেস্ক: পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠেছে। নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই তীব্র হচ্ছে রাজনৈতিক তৎপরতা। সমস্ত রাজ্যের রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টা ইংলিশে থেকে বেশি ভোট সংগ্রহ করে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করে। এই পরিস্থিতিতে প্রতিটি নির্বাচনী রাজ্য এগিয়ে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী প্রত্যাশীদের ভোট দেওয়ার জন্য আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। মোর্চার তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, নির্বাচনী রাজ্যগুলিতে একটি করে টিম পাঠানো হবে। কিষান মোর্চার নেতা বলবীর রাজেওয়াল জানিয়েছেন, টিমের সদস্যরা কোন রাজনৈতিক দলকে সমর্থন করবে না কিন্তু মানুষের মধ্যে গিয়ে তাদের বোঝাবেন যাতে তারা এমন রাজনৈতিক প্রার্থীদের ভোট দেন যারা বিজেপিকে হারাতে পারবে।

বলবীর রাজেওয়াল বলেন, “কিষাণ মোর্চার তরফ থেকে প্রত্যেকটি নির্বাচনী রাজ্যের টিম পাঠানো হবে। টিমের সদস্যরা সেখানে পৌঁছে কোনও দলকে সমর্থন করবেন না তবে লোকজনকে বোঝাবেন যাতে তাঁরা বিজেপিকে পরাস্ত করতে পারে এমন প্রার্থীকেই ভোট দেন। দলের সদস্যরা জনগণকে বুঝিয়ে দেবেন কৃষকদের প্রতি মোদি সরকারের মনোভাব কী।”

তিনি আরো বলেন, কেন্দ্রের তিনটি কৃষি আইন এর বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা ৬ মার্চ সকাল ১১ টা থেকে ৫ ঘণ্টার জন্য কেএমপি এক্সপ্রেসওয়ে অবরোধ করবেন। তিনি বলেন, কৃষকরা সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এক্সপ্রেস ওয়ে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করবেন।

এর পাশাপাশি কৃষক নেতা যোগেন্দ্র যাদব জানিয়েছেন, “১০ কি ট্রেড ইউনিয়নের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সরকার সার্বজনীক পরিসরগুলির যেভাবে বেসরকারিকরণ করছে তার বিরোধিতায় ১৫ মার্চ গোটা দেশের মজুর এবং কর্মীরা রাস্তায় নামবেন এবং রেলওয়ে স্টেশনের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন।”

প্রসঙ্গত, সংযুক্ত কিষান মোর্চার তরফ থেকে আগামী ১২ মার্চ কলকাতাতে কৃষকদের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছে। ওই সভা শেষে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে কৃষকদের লেখা চিঠি নিয়ে পৌঁছবেন কৃষক নেতারা এবং এলাকাবাসীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

Related Articles

Back to top button
error: