HighlightNewsরাজ্য

আইনজীবীদের স্বাক্ষর জাল করে বিচারপতি মান্থারের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে

টিডিএন বাংলা ডেস্ক: কলকাতা হাই কোর্টের আইনজীবীদের স্বাক্ষর জাল করে প্রধান বিচারপতির কাছে বিচারপতি রাজাশেখর মান্থারের এজলাস বয়কট করার মিথ্যা চিঠি দেওয়া হয়েছে। এমনই অভিযোগ করলেন ওই চিঠিতে স্বাক্ষরের জায়গায় নাম থাকা আইনজীবীরা। তারা জানিয়েছেন তারা এই ধরণের কোনো চিঠিতে স্বাক্ষর করেননি। পাশাপাশি তারা এটাও জানিয়ে দিয়েছেন, বিচারপতি মান্থার এজলাস বয়কট করার সিদ্ধান্তে তাঁদের কোনও সমর্থন নেই।

আইনজীবীদের এমন অভিযোগ শুনে বিচারপতি মান্থার বলেন, “এই ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক এবং বিড়ম্বনারও বটে। আইনজীবীর স্বাক্ষর যদি অন্য আইনজীবীর বিরুদ্ধে জাল করার অভিযোগ ওঠে, তা হলে সাধারণ মানুষের কী ধারণা হবে? আমার রায় তো সুপ্রিম কোর্টও বহাল রেখেছে।” অভিযোগকারী ওই আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি বলেন, যাঁদের স্বাক্ষর জাল করা হয়েছে, তাঁরা লিখিত অভিযোগ দায়ের করতে পারেন।

উল্লেখ্য যে, বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে রায় দানের ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছেন তৃণমূলপন্থী আইনজীবীরা। পুলিশের নিষ্ক্রিয়তা এবং অতিসক্রিয়তার অভিযোগ সংক্রান্ত মামলা মান্থার বেঞ্চ থেকে সরিয়ে অন্য বেঞ্চে নিয়ে যাওয়ার দাবিতে সোমবার মান্থার এজলাসের সামনে বিক্ষোভ দেখান ‘তৃণমূলপন্থী’ বলে পরিচিত আইনজীবীরা।

Related Articles

Back to top button
error: