HighlightNewsদেশ

আজ ইউসিসিতে আইন কমিশনকে পরামর্শ দেওয়ার শেষ তারিখ: এখনও পর্যন্ত জমা পড়েছে ৫০ লাখ পরামর্শ

টিডিএন বাংলা ডেস্ক: আইন কমিশন প্রকাশ্যে ইউসিসিতে ব্যক্তি ও সংস্থার কাছ থেকে পরামর্শ আহ্বান করেছিল। এর জন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ১৪ জুন ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) সম্পর্কে সাধারণ জনগণ এবং সংস্থাগুলির কাছ থেকে পরামর্শ চেয়ে একটি নোটিশ জারি করে আইন কমিশন। আজ সেই পরামর্শ জমা দেওয়ার শেষ তারিখ। এখনও পর্যন্ত কমিশনে ৫০ লাখের বেশি পরামর্শ জমা পড়েছে বলে জানা গিয়েছে।

কমিশন মনে করে, এই বিষয়টি দেশের প্রতিটি নাগরিকের সঙ্গে জড়িত। এই পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের মতামত জানা প্রয়োজন। ইউসিসিতে পরামর্শ দেওয়ার শেষ তারিখ ১৪ জুলাই নির্ধারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৭ জুন মধ্যপ্রদেশে একটি জনসভায় অভিন্ন নাগরিক কোডের বিষয়টি উত্থাপন করে বলেছিলেন, বর্তমানে ইউসিসির নামে উস্কানি দেওয়া হচ্ছে। একটি বাড়িতে পরিবারের একজন সদস্যের জন্য এক আইন এবং অন্য সদস্যের জন্য অন্য আইন থাকলে সেই ঘর চলতে পারবে না। এমন দ্বৈত ব্যবস্থায় দেশ চলবে কী করে? সংবিধানেও নাগরিকদের সমান অধিকারের কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টও বলছে একটি কমন সিভিল কোড আনার কথা।

এর পরে, কংগ্রেস, এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন আওয়াইসি সহ বিরোধী দলগুলি বিজেপিকে মূল বিষয়গুলি থেকে মনোযোগ সরানোর ষড়যন্ত্রকারী বলে অভিহিত করে। মুসলিম পার্সোনাল ল বোর্ডও মঙ্গলবার একটি সভা ডেকে আইন কমিশনের সামনে তাদের মামলা উপস্থাপন করতে বলেছে। আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি ঋতুরাজ অবস্থির বক্তব্যও প্রকাশ্যে এসেছে। তিনি বলেছেন, ইউসিসি কোনো নতুন বিষয় নয়। আমরা পরামর্শ প্রক্রিয়াও শুরু করেছি। এর জন্য সাধারণ মানুষের মতামত চেয়েছে কমিশন।

Related Articles

Back to top button
error: