HighlightNewsদেশ

বিহারে ৫০ টাকার জন্য পিটিয়ে হত্যা করা হলো টোলম্যানকে: কুস্তিগীর এবং ব্রিজভূষণের মধ্যে চলতে থাকা বিবাদের জেরেই পিটিয়ে খুন করেছে হরিয়ানার বাউন্সাররা, অভিযোগ মৃতের বাবার

টিডিএন বাংলা ডেস্ক: বিহারে, ভোজপুর টোল নাকায় কর্মরত উত্তরপ্রদেশের বাসিন্দা এক টোলম্যানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই টোলম্যানের বিরুদ্ধে ৫০ টাকা চুরি করার অভিযোগ করা হয়েছে। তবে, মৃত বলওয়ান্ত সিং-এর বাবা দাবি করেছেন যে টোল নাকায় কর্মরত তাঁর ছেলেকে হরিয়ানার বাউন্সাররা হত্যা করেছে কারণ, তিনি গোন্ডার বাসিন্দা এবং রেসলিং ফেডারেশনের প্রাক্তন সভাপতি এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এবং কুস্তিগীরদের বিবাদে ব্রিজভূষণের পক্ষ নিতেন।

মৃত বলওয়ান্তের বাবা সূর্য নারায়ণ সিং বলেন, ব্রিজ ভূষণ-কুস্তিগীর বিবাদে ছেলেকে হত্যা করা হয়েছে। এর আগে, মৃত যুবকের ভাগ্নে দিলীপ কুমার সিংও বলেন, ৪-৫ দিন আগে কুস্তিগীরদের নিয়ে বলবন্ত এবং বাউন্সারদের মধ্যে বিবাদ হয়। বলবন্ত আমাকে সে কথা বলে। সম্পূর্ণ পরিকল্পিত ভাবে চুরির অভিযোগে অভিযুক্ত করে ওই ব্যক্তিরা তাকে অপমানিত করে।

উল্লেখ্য, বলওয়ান্ত সিং উত্তরপ্রদেশের বাসিন্দা এবং ভোজপুরের কুলহাদিয়া টোল প্লাজায় কাজ করতেন। এই টোল প্লাজা হরিয়ানার রঞ্চোর ইনফ্রা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির অন্তর্গত। বলবন্তের মারধরের যে ভিডিওটি সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, বলওয়ান্তকে ৬-৭ জন মিলে লাথি ও ঘুষি মারছে। এর মধ্যে টোল প্লাজায় কাজ করা কিছু বাউন্সারকেও দেখতে পাওয়া যাচ্ছে। বলওয়ান্তকে মারতে মারতে তার গায়ে একটি ঝাঁটা ভেঙে ফেলা হয়। এসময় বলবন্তকে করুণা ভিক্ষা করতেও দেখা যায়। তাতে কোনো কাজ হয় না। কখনো সে তাদের পা ধরে, তো কখনো তাদের সামনে হাত জোড় করে অনুরোধ করতে থাকে তাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। কিন্তু, তার এই কাতর প্রার্থনায় কেউ কর্ণপাত করে না। তাকে পিটিয়ে পিটিয়ে আধমরা করে আবার ট্র্যাকে বসিয়ে দেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় বলওয়ান্তের।

Related Articles

Back to top button
error: