HighlightNewsদেশ

মণিপুরে ফের সহিংসতা, নিহত ৩: বিজেপি বিধায়কের বাড়িতে আইইডি বিস্ফোরণ; ইন্টারনেট নিষেধাজ্ঞা নিয়ে তাৎক্ষণিক শুনানি করতে অস্বীকার সুপ্রিম কোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: ৩ মে থেকে মণিপুরে শুরু হওয়া কুকি এবং মেইতি সম্প্রদায়ের মধ্যে সহিংসতা এখনও থামেনি। শুক্রবার মণিপুরের রাজধানী ইম্ফল সংলগ্ন কুকি অধ্যুষিত খোকেন গ্রামে পৃথক ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

এদিকে, সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ ৩ মে থেকে রাজ্যে ইন্টারনেট নিষেধাজ্ঞার বিষয়ে অবিলম্বে শুনানি করতে অস্বীকার করেছে। বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ বলেছে যে বিষয়টি ইতিমধ্যে হাইকোর্টে রয়েছে। এই বিষয়ে শুনানি হোক। আবেদনটি করেন অ্যাডভোকেট চোংথাম ভিক্টর সিং এবং ব্যবসায়ী মায়েংবাম জেমস।

অন্যদিক, বৃহস্পতিবার গভীর রাতে ইম্ফলের বিজেপি বিধায়ক সোরাইসাম কেবির বাড়িতে বোমা নিয়ে হামলা চালায় দুই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, একটি বাইকে করে দুজন এসে খোলা গেটের ভেতরে একটি আইইডি বোমা ছুড়ে মারে। এরপরই প্রচণ্ড বিস্ফোরণ হয়। তবে, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই।


ঘটনার পর বিধায়ক সোরাইসাম কেবি বোমা ছাড়াই সমস্যার সমাধান করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “এটি অত্যন্ত অসম্মানজনক এবং উদ্বেগজনক যে রাজ্যে চলমান অস্থিরতার মধ্যে আমার বাড়িতে এমন একটি বিস্ফোরণ ঘটেছে।”


ভবিষ্যতে কোথাও এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করতে তিনি এই ঘটনার নেপথ্য থাকা ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। বিধায়ক বলেন, “আমরা সবাই মানুষ এবং দুই সম্প্রদায়ের মধ্যে যা কিছু বিভেদ আছে তা বোমা ছাড়াই সমাধান করা যেতে পারে।”

Related Articles

Back to top button
error: