রাজ্য

দিলীপদাকে নিয়ে দুঃখ হয়, বিজেপিতে বঞ্চিত : ববি হাকিম

নিজস্ব সংবাদাদাতা,টিডিএন বাংলা, কলকাতা : বিজেপিতে বঞ্চিত দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের জন্যই রাজ্যে বিজেপির যেটুকু শক্তি বেড়েছে। সেই দিলীপ দা কে দলের মর্যাদা দেয় নি। তাকে যোগ্য সম্মান দেয়নি। ব্যক্তিগতভাবে এটা আমার মত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা কলকাতা পৌরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। তিনি বলেন বাংলা থেকে যাদের কেন্দ্রে মন্ত্রী করা হচ্ছে তাতের হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট করা হয় কিনা দেখার। তবে দিলীপ ঘোষকে নিয়ে বড় দুঃখ হয়।

আজি কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনা রয়েছে। বাংলা থেকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে হাফপ্যান্ট নাকি ফুলপ্যান্ট মন্ত্রী হয় সেটাই এখন দেখার বলে এ প্রসঙ্গে রাজ্যের পরিবহন ও আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। পাশাপাশি এরা যে বিজেপি যতটুকু এগিয়েছে তার জন্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বড়োসড়ো ভূমিকা রয়েছে। অথচ এই দিলীপ ঘোষ কি বর্তমানে নিজের দলে কোণঠাসা অবস্থার মধ্যে রয়েছেন। রাজনৈতিকভাবে ও মতাদর্শগত ভাবে বিভাজন থাকলেও দিলীপ ঘোষের মতো একজন নেতাকে যেভাবে বিজেপি দল গুরুত্বহীন করে রেখেছে তা যথেষ্ট অনুতাপের বলে ব্যক্তিগত অভিমত জানালেন ফিরহাদ।

Related Articles

Back to top button
error: