HighlightNewsরাজ্য

খেলতে গিয়ে নর্দমায় পড়ে গেল ১ শিশু, সারা দিন তল্লাশির পরেও মিলল না খোঁজ!

টিডিএন বাংলা ডেস্ক: প্রতি দিনের মত গ্রামের অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে হঠাৎ পা পিছলে নর্দমায় পড়ে গেল ১ শিশু। খবর পেয়ে তাঁকে খুঁজতে শুরু করে এলাকার মানুষ। খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহীনিকে। সারা দিন তল্লাশির পরেও মিলল না খোঁজ! জানা গিয়েছে, গতকাল রবিবার বিকেল বেলা বাড়ির সামনে বৃষ্টিতে ভিজে আরও কিছু শিশুর সঙ্গে খেলছিল ৬ বছর বয়সি ছোট্ট শিশু সিদ্দিকা। বৃষ্টির কারণে হঠাৎ পা পিছলে বাড়ির পাশের একটি নর্দমায় পড়ে যায় সে। অন্য শিশুদের চিৎকার শুনে ছুটে আসেন এলাকার মানুষ। প্রাথমিক ভাবে ওই নর্দমায় নেমে শুরু হয় তল্লাশি অভিযান। পরবর্তীতে তাঁকে খুঁজে না পাওয়ার ফলে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহীনিকে। তারাও তন্য তন্য করে ওই নর্দমা ও সেটি যেখানে মিলিত হয়েছে সেখানে তল্লাশি চালান। কিন্তু সারা দিন তল্লাশি চালিয়েও কোনও লাভ হয়নি। সন্ধান পাওয়া যায়নি শিশুটির। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের শ্যামপুর চৌকি এলাকায়।

Related Articles

Back to top button
error: