Highlightদেশ

‘ভাইব্র্যান্ট গুজরাত’-এ আর কেন আসিনি ইউকে? রাজ্যপালকে ‘আঙ্কেলজি’ সম্মোধন করে খোঁচা মহুয়ার

টিডিএন বাংলা ডেস্ক : রাজ্যপাল জগদীপ ধনকরকে ‘আঙ্কেল জি’ সম্বোধন করে কড়া প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সম্প্রতি রাজ্যপাল বিশ্ববাণিজ্য সম্মেলন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাজ্যকে একবছর আগে লেখা চিঠির জবাব ফের জানতে চেয়েছেন ধনকর।
তার পাল্টা মহুয়ার প্রশ্ন, ভাইব্র্যান্ট গুজরাত নিয়ে।

সাংসদ মহুয়ার প্রশ্ন, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদির ভাইব্র্যান্ট গুজরাতের মতো বাণিজ্য সম্মেলন নিয়ে। প্রথমে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে লেখেন মহুয়া। টুইটে লিখেছেন, গ্যাসের দাম দিন দিন বাড়ছে। কিন্তু তাতে রাজভবনে গ্যাসের সরবরাহ থামেনি। এর পরেই তিনি রাজ্যপালকে আঙ্কেল জি সম্বোধন করেন। লেখেন, “পশ্চিমবঙ্গকে হেয় করা বন্ধ করুন।” এরপরই সটাং চলে আসেন গুজরাত প্রসঙ্গে।

২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিন বছরে ১৫০ কোটি টাকা খরচ করে ভাইব্র্যান্ট গুজরাতের আয়োজন করেছিলেন তৎকালীন রাজ্য সরকার। মহুয়া লেখেন, ১৫০ কোটি টাকা খরচ করে ২০১৫ ও ২০১৭ তে ভাইব্র্যান্ট গুজরাত করার পরও ২০১৯ সালে ইউকে আর সেখানে আসতে চায়নি। আপনার প্রভুদের এই নিয়ে প্রশ্ন করুন। ইউকে জানিয়েছিল, অর্থনীতির দিক থেকে দেখতে গেলে ভাইব্র্যান্ট গুজরাতের ফলাফল সন্তোষজনক নয়।

Related Articles

Back to top button
error: