HighlightNewsরাজ্য

রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে, আপত্তি সত্ত্বেও রাজ্যপালের একাধিক পদক্ষেপের বিরুদ্ধে বিধানসভায় আনা হচ্ছে প্রস্তাব

টিডিএন বাংলা ডেস্ক: বিভিন্ন ইস্যুতে প্রায়ই রাজ্য-রাজ্যপালের মতবিরোধ সামনে আসছিল। এবার রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যেকার সেই সংঘাত চরমে পৌঁছাল। তাই বিভিন্ন বিষয়ে আপত্তি সত্ত্বেও রাজ্যপালের একাধিক পদক্ষেপের বিরুদ্ধে এবার বিধানসভায় প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার। অন্তত এমনই খবর ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যমে। দীর্ঘ দিন থেকেই রাজ্য সরকারের আপত্তি সত্ত্বেও রাজ্যপালের একাধিক পদক্ষেপের কারণে এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক তলানিতে ঠেকেছে। মনে করা হচ্ছে সেই কারণেই রাজ্যপালকে চাপে রাখতেই তার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে বিধানসভায় প্রস্তাব আনতে উদ্যোগী হচ্ছে সরকার পক্ষ। কিছু দিন মুলতুবি থাকার পরে বিধানসভার বাদল অধিবেশন আবার শুরু হওয়ার কথা আগামী ২২ অগস্ট। তখনই প্রস্তাব এনে ওই আলোচনা চায় সরকার পক্ষ। মূলত সরকারের আপত্তি সত্ত্বেও রাজভবনে পালিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ অনুষ্ঠানকে সামনে রেখেই এই অবস্থান নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button
error: