আন্তর্জাতিক

৩১ আগস্টের মধ্যে সব সৈন্য প্রত্যাহার আফগানিস্তান থেকে : বাইডেন

টিডিএন বাংলা ডেস্ক : আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তানে মার্কিন সামরিক মিশনের ইতি ঘটানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে গৃহযুদ্ধের হাত থেকে দেশকে বাঁচাতে আফগান নেতাদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

হোয়াইট হাউজে দেয়া ভাষণে তিনি বলেছেন ‘আরেকটা বছর আফগানিস্তানে যুদ্ধ করাটা কোনো সমাধান না। আমরা সেখানে আরেক প্রজন্মের আমেরিকানদের পাঠাব না। আফগানিস্তানে আমাদের মিশন ৩১ আগস্ট শেষ হবে।’ দ্য গার্ডিয়ান এ প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিগত দুই দশকে তিন লাখ আফগান সেনাকে যুক্তরাষ্ট্র কর্তৃক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
তবে কাবুলের মার্কিন দূতাবাস সুরক্ষার জন্য প্রায় ৬৫০ জনের মতো সেনা থেকে যাবে। কয়েক হাজার আফগান দোভাষীকেও নিরাপত্তার সহিত স্থানান্তরিত করা হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন যে, তারা যুক্তরাষ্ট্র থেকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবেন। এবার সেই সময়সীমা আরো এগিয়ে আনলেন তিনি। ইতোমধ্যে বেশ কিছু সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ ঘাঁটি বাগরাম থেকে সব সৈন্য সরিয়ে নিয়েছে তারা।

আফগান যুদ্ধের ইতি টানার প্রক্রিয়া জোরেশোরে এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সেনা প্রত্যাহারের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গত ১ মের আগেই ছয়টি সামরিক ঘাঁটি আফগান বাহিনীর কাছে হস্তান্তর করেছে। এপ্রিলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগান যুদ্ধের সমাপ্তি টানার ঘোষণা দিয়েছিলেন

এদিকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা যতই সরিয়ে নেয়া হচ্ছে তালেবানের তৎপরতা ততই বাড়ছে। একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে তারা। যার কারণে সৈন্য সরানো নিয়ে বিতর্কও হচ্ছে বেশ। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন সৈন্য সরানোর পক্ষেই অনড় ।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর থেকে প্রায় ২০ বছর ধরে আফগানিস্তানে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র। জো বাইডেনের পূর্বের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসের মধ্যেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করবেন বলে তালেবানের সাথে সম্মত হয়েছিলেন। কিন্তু গত জানুয়ারিতে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর সেই সময়সীমা বেড়ে যায়।

Related Articles

Back to top button
error: