HighlightNewsরাজ্য

কোনো আগাম নোটিশ ছাড়াই জুটমিল বন্ধ করায় প্রতিবাদে পথ অবরোধ শ্রমিকদের

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্য জুড়ে মহা সমারহে চলছে পুজোর শেষ লগ্নের প্রস্তুতি। আর তার আগেই কোনো আগাম নোটিশ ছাড়াই ভাটপাড়ায় বন্ধ করে দেওয়া হল একটি জুটমিল। বিনা নোটিশে কেন বন্ধ করে দেওয়া হল জুটমিল? প্রশ্ন তুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন হঠাৎ কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা৷ অন্যদিকে এদিন সকালে জুটমিলের গেটে একটি নোটিশ ঝুলতে দেখা যায়। যেখানে জানানো হয়, গতকাল শ্রমিক কারখানায় এসেও কাজ করেনি এবং বি সিফটে না আসায় মিল বন্ধ করে দেওয়া হয়েছে৷ যদিও শ্রমিকদের অভিযোগ, গতকাল জুটমিলের প্রাক্তন মালিক পবন কুমার কানোরিয়া মৃত্যুর গুজব রটানো হয়। শোকাহত শ্রমিকরা মিলের সমস্ত বিভাগের উৎপাদন বন্ধ করে দেন। কিন্তু পরে জানা যায় এই মিলের প্রাক্তন মালিকের মৃত্যুর খবর মিথ্যা। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। এই ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার শ্রমিকরা ওই জুটমিলের গেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন৷ তাঁরা অবিলম্বে মিল খুলে দেওয়ার দাবি জানাতে শুরু করেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ। পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

Related Articles

Back to top button
error: