HighlightNewsদেশ

ব্রজভূষণের বিরুদ্ধে আন্দোলন শেষ করার ঘোষণা কুস্তিগীরদের: এবার লড়াই রাস্তায় নয়, কোর্টে হবে, বললেন সাক্ষী-বিনেশ ও বজরং

টিডিএন বাংলা ডেস্ক: ভারতের প্রাক্তন রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদকারী কুস্তিগীররা তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন। মহিলা কুস্তিগীর সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া রবিবার গভীর রাতে ঘোষণা করে বলেছেন, এবার তাঁদের লড়াই হবে আদালতে, রাজপথে নয়। ন্যায়বিচার না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।

কুস্তিগীররা বলেছেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নের জন্য অপেক্ষা করবেন তাঁরা। সাক্ষী লিখেছেন, ৭ জুন সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। কুস্তিগীরদের দেওয়া প্রতিশ্রুতি অনুসারে, সরকার মহিলা কুস্তি খেলোয়াড়দের মহিলাদের হয়রানি ও যৌন শোষণের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর নথিভুক্ত করেছে।

দিল্লি পুলিশ তদন্ত শেষ করেছে এবং ১৫ জুন আদালতে চার্জশিট পেশ করেছে। সেক্ষেত্রে কুস্তিগীরদের আইনি লড়াই রাস্তায় না নেমে কোর্টেই চলবে। রেসলিং অ্যাসোসিয়েশনের সংস্কারের ক্ষেত্রে প্রতিশ্রুতি অনুযায়ী নতুন কুস্তি সমিতির নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১১ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অপেক্ষা করব।

Related Articles

Back to top button
error: