টিডিএন বাংলা ডেস্ক: কুস্তিগিররা যন্তর মন্তরে ধর্নায় বসার কারণে দেশের সম্মান ক্ষুণ্ণ হবে বলে মনে করেন অলিম্পিক্স সংস্থার (আইওএ) প্রধান তথা প্রাক্তন দৌড়বিদ পিটি ঊষা। অন্যদিকে কুস্তিগির সাক্ষী মালিকের জবাব বিচার পেলে ধর্নায় বস্তাম না। সর্ব ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণের বিরুদ্ধে কুস্তিগিরদের হেনস্থার অভিযোগ তুলে দিল্লির যন্তর মন্তরে বেশ কয়েক দিন থেকেই ধর্নায় বসেছেন দেশের প্রথম সারির কিছু কুস্তিগির। তারা দাবি করেছেন অবিলম্বে কেন্দ্রীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণকে বিচারের সম্মুখিন করতে হবে, তাকে যথাযোগ্য শাস্তি দিতে হবে।
কুস্তিগিরদের এই ধর্নার যৌক্তিকতা প্রসঙ্গে ভারতের অলিম্পিক্স সংস্থার (আইওএ) প্রধান তথা প্রাক্তন দৌড়বিদ পিটি ঊষা বলেন, “খেলোয়াড়দের উচিত হয়নি রাস্তায় নেমে প্রতিবাদ করা। ওদের উচিত ছিল কমিটির রিপোর্ট পাওয়ার অপেক্ষা করা। খেলা এবং দেশের গর্বের জন্য ওদের এই প্রতিবাদ সঠিক নয়। নেতিবাচক মানসিকতা নিয়ে চলছে ওরা। এতে দেশের সম্মান ক্ষুণ্ণ হবে।”
ঊষার বক্তব্যের জবাবে কুস্তিগির সাক্ষী মালিক বলেন, “পিটি ঊষার কথায় আমরা ব্যথিত। একজন মহিলা হয়েও উনি আমাদের প্রতিবাদে অংশ নিচ্ছেন না। কী অন্যায় করেছি আমরা? শান্তিতে এখানে বসে ধর্না দিচ্ছি। বিচার পেলে নিশ্চয়ই এ কাজ করতাম না।” আর এক প্রতিবাদি কুস্তিগির বিনেশ ফোগাট আবার বলেন, “জানি না উনি কোনও চাপের মধ্যে রয়েছেন কিনা।”