HighlightNewsদেশ

স্বামীজি স্মরণে যুব দিবস ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ মানবতা’র

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম দিবস উপলক্ষে যুব দিবস উদযাপন করলো স্বেচ্ছাসেবী সংস্থা মানবতা কলকাতার উর্দু একাডেমীর অডিটোরিয়াম হলে। যেখানে কোরআন তেলাওয়াত ও প্রতিকী বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি আল আমিন মিশন এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সুপারভাইজার আলহাজ্ব সেখ মারুফ আজম সাহেব প্রধান অতিথি হিসেবে সেখ মারুফ আজম ছাড়াও উপস্থিত ছিলেন পূবের কলম এর সম্পাদক ও সাবেক এম পি আহমেদ হাসান ইমরান, ডাঃ এস.জেড.খান, মদত আলি, মহসিন আলী, দিলদার হোসেন, প্রফেসর খন্দকার ফরিদ উদ্দিন, ডাঃবাসুদেব উকিল, প্রফেসর মুকাদ্দার শেখ, প্রফেসর আয়াতুল্লাহ ফারুকী প্রফেসর কামরুজ্জামান, আশরাফুল হোসেন, বাচিক শিল্পী সাবিনা ইয়াসমিন, দানবীরের শহিদুল ইসলাম ও মানবতার চেয়ারম্যান সেলিম আহমেদ পিয়াদা ও অন্যান্য বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিগণ। অতিথীরা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশেষ করে আহমেদ হাসান ইমরান, এস.জেড.খান ও প্রধান অতিথি মারুফ আজম। এদিন মানবতার তরফে ১৬০ জন দুস্থ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী হিসেবে কলম পেন্সিল ইত্যাদি প্রদান করা হয়। পাশাপাশি তাদেরকে শুভেচ্ছা পত্র দেয়া হয়।প্রধান অতিথি মারুফ আজম সাহেব বলেন, ‘কিছু মানুষ অন্যের কথা ভাবেন এমন মানুষ আছে বলেই জগত সংসার ভালোভাবে চলছে।’ তার পরামর্শ, ‘সমালোচনা ও পরনিন্দা না করে কিছু করে যেতে হবে নিঃস্বার্থে।’ অন্যান্যরাও সমাজ সেবায় যুবকদের অংশগ্রহণ করতে এগিয়ে আসতে হবে বলে পরামর্শ দেন।

এদিন মানবতার তরফে মানবতার ওয়েবসাইট manabata.org & manabata.in প্রকাশ করা হয় ও মানবতার স্থায়ী লোগো প্রকাশ করা হয়। সাথে সাথে মানবতা’র আগামী দিনের লক্ষ্য নিয়ে বক্তব্য পেশ করেন মানবতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা। শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক মানবতার আগামী পদক্ষেপগুলি তিনি জনসমক্ষে প্রকাশ করেন। জুলফিকার আলী পিয়াদা জানান ‘মানুষের সমর্থন ও পাশে থাকার ফলে মানবতা সমাজের জন্য কিছু করতে সক্ষম হয়েছে বটে তবে আরো বেশি উৎসাহী মানুষকে পাশে পেলে অনেক বেশি করা সম্ভব সারা বাংলা জুড়ে।’

Related Articles

Back to top button
error: