রাজ্য

জেলের মধ্যে বন্দির মৃত্যুকে ঘিরে রাস্তা অবরোধ, উত্তেজনা বারাসত কাজীপাড়ায়, অভিযোগ পুলিশের বিরুদ্ধে

টিডিএন বাংলা ডেস্ক: জেলের মধ্যেই বিচারাধীন অবস্থায় একজন বন্দির মৃত্যুকে ঘিরে রাস্তা অবরোধ উত্তর ২৪ পরগনার বারাসাতের কাজীপাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল ওই এলাকায়। মৃতের নাম সাবির আলি। পরিবার ও স্থানীয়দের অভিযোগ পুলিশের বিরুদ্ধেই। জানা গিয়েছে, বারাসাত থানার পুলিশ সাবির আলিকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর আজ তার পরিবারের কাছে খবর যায় দমদম জেলেই মৃত্যু হয়েছে সাবিরের।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, সাবির ওই এলাকায় মদের ঠেক, গাঁজার রমরমার প্রতিবাদ করতো। আর সেই কারণেই পুলিশ হিরুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিল। সেই অভিযোগ তুলে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা টায়ার জ্বালিয়ে টাকি রোড অবরোধ করেন। যার জেরে কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে অন্যতম ব্যস্ত এই রাস্তা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তারা দীর্ঘক্ষণ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তাদের থেকে আশ্বস পেয়েই অবশেষে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

Related Articles

Back to top button
error: