কেরালা সফরের আগে প্রধানমন্ত্রীকে হুমকিমূলক চিঠি পাঠানোর অভিযোগে গ্রেপ্তার ১

প্রতীকী চিত্র

টিডিএন বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ২৪ এপ্রিল কেরালা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, ১৭ এপ্রিল, কেরালা বিজেপি সদর দফতরে এক ব্যক্তি একটি আত্মঘাতী হামলায় প্রধানমন্ত্রীকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। ২২ এপ্রিল কেরালার বিজেপি সভাপতি কে সুরেন্দ্রন পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন।