নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা:
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মুহম্মদ সেলিমকে সমর্থন করবে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান জানান, রাজ্য কমিটিতে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, সাম্প্রদায়িক- ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করতে ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বরাবরের মতো কাজ করবে ওয়েলফেয়ার পার্টি। একটি দায়িত্বশীল দল হিসাবে দেশ ও জাতির স্বার্থকে সবচেয়ে গুরুত্ব দেয় ডব্লিউপিআই। দেশের এই দুর্দিনে সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন এমন লোকদের জয়ী করতে হবে।
দুঃখজনক হলেও সত্যি, ঐতিহাসিক মুর্শিদাবাদ কেন্দ্রের উন্নয়ন, ইতিহাস-ঐতিহ্য নিয়ে সংসদে তেমন আলোচনা হয়না। এই অবস্থায় ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী মুহাম্মদ সেলিমকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া।
সারওয়ার হাসান জানান, মূল্যবোধ ভিত্তিক রাজনীতির প্রসার ঘটাতে মুর্শিদাবাদ কেন্দ্রে ওয়েলফেয়ার পার্টি প্রার্থী করেছিল জলঙ্গির বাসিন্দা অধ্যাপক গোলাম কিবরিয়া সরকারকে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে দেশ ও দশের বৃহত্তর স্বার্থে ভোটের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসেছে দল। আমরা আশাকরি, ‘ইন্ডিয়া’ জোটের প্রার্থী মুহাম্মদ সেলিম জয়ী হয়ে ভারতীয় সংসদে মুর্শিদাবাদ সহ গোটা দেশের সমস্যা নিয়ে সোচ্চার হবেন।