HighlightNewsদেশ

প্রথম দিনে সারাদেশে ১ লক্ষ ৯১ হাজার ১৮১ জনকে দেওয়া হবে ভ্যাকসিন, টিকাকরণের পর পার্শ্ব-প্রতিক্রিয়ার কোনো খবর নেই

টিডিএন বাংলা ডেস্ক: আজ থেকে সারা দেশে করোনার ভ্যাকসিনেশনের কাজ শুরু হয়ে গিয়েছে। এদিন সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভ উদ্বোধনের পর প্রথম দিনেই মোট ১ লক্ষ ৯১ হাজার ১৮১ জনকে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে। ভ্যাকসিন নেওয়ার পর এখনো পর্যন্ত কোনো গ্রাহককে হাসপাতালে ভর্তি করার খবর পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে।

এর পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, ৩৩৫১ টি কেন্দ্রে সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন ব্যবহার করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে আরও বলা হয়েছে, কোভিশিল্ড সমস্ত রাজ্যগুলিতে পাঠানো হয়েছে এবং কোভ্যাকসিন দেশের মোট ১২ টি রাজ্যে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button
error: