২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১০০, নানাবিধ বিধি নিষেধ জারি দিল্লীতে

টিডিএন বাংলা ডেস্ক: ফের করোনা সংক্রমনের ঢেউ? রাজধানী দিল্লীতে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন প্রায় ১১০০ জন। করোনার প্রাদুর্ভাব বাড়তেই ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে বিমানবন্দর, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের কোভিড পরীক্ষা করার নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি হোলি, শবেবরাত এবং নবরাত্রি উৎসব পালনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাজার, শপির মলেও চলবে নজরদারি।