HighlightNews

হাউস থেকে বরখাস্ত আরও ৩ সাংসদ, ৫০ ঘণ্টার ধর্না অব্যাহত, মেনুতে রয়েছে মুরগির মাংস, দই ভাত, ধোসা সহ একাধিক আইটেম

টিডিএন বাংলা ডেস্ক: বুধবার সকাল ১১টা থেকে সাময়িক বরখাস্ত হওয়া সংসদ সদস্যদের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। এই অবস্থান কর্মসূচি চলবে শুক্রবার বিকেল পর্যন্ত।বরখাস্ত সাংসদরা সংসদ ভবন কমপ্লেক্সে গান্ধী মূর্তির পালাক্রমে ৫০ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার আরও তিনজন বিরোধী সাংসদকে রাজ্যসভা থেকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন আম আদমি পার্টির সাংসদ সুশীল গুপ্ত, সন্দীপ পাঠক এবং স্বতন্ত্র অজিত কুমার। এখনও পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভার মোট ২৭ জন সাংসদকে বরখাস্ত করা হয়েছে। এঁদের মধ্যে চারজন লোকসভা এবং ২৩ জন রাজ্যসভার সাংসদ।
এদিকে, সংসদ সদস্যদের খাওয়া-দাওয়া সহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধার প্রায় সমস্ত রকম ব্যবস্থা করেছে বিরোধী দলগুলো। প্রাতঃরাশ, দুপুরের খাবার এবং রাতের খাবারের জন্য রয়েছে এলাহী খাদ্য তালিকা। সাংসদদের মেনুতে থাকছে, দই-ভাত, ধোসা, হালুয়া, মুরগির মাংস সহ আরো একাধিক আইটেম। শুধু তাই নয়, মিষ্টিতে গাজরের হালুয়াও বাদ পড়েনি তালিকা থেকে।

জানা গিয়েছে, আপ, তৃণমূল এবং ডিএমকে ধর্নার সময় খাবার ও পানীয়ের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। বুধবার, ডিএমকে সাংসদ তিরুচি শিবা ধর্নায় উপস্থিত সাংসদদের প্রাতঃরাশে ধোসা খাওয়ান। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়। আজকের নৈশভোজের দায়িত্ব দেওয়া হয়েছে আপকে। বৃহস্পতিবার সকালে রীতিমত চা খেয়ে ধর্নায় বসেছেন সাংসদরা।

অবস্থান বিক্ষোভে অন্সগ্রহনকারী সাময়িক বরখাস্ত হওয়া সাংসদের হাতে রয়েছে ‘মোদি-শাহ স্বৈরশাসক’ প্ল্যাকার্ড । সংসদ সদস্যদের অভিযোগ, সরকার সংসদে আলোচনা থেকে বাঁচতে তাঁদের সাসপেন্ড করেছে। আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেন, গুজরাটে বিষাক্ত মদের কারণে মৃত্যুর বিষয়টি রাজ্যসভায় উত্থাপিত হচ্ছিল, কিন্তু তার আগেই তাঁকে সাসপেন্ড করা হয়।

Related Articles

Back to top button
error: