HighlightNewsদেশ

অ্যাম্বুলেন্স না মেলায় ২ বছরের ছোট্ট ভাইয়ের লাশ আঁকড়ে রাস্তায় ৮ বছরের দাদা! মর্মান্তিক দৃশ্য মধ্যপ্রদেশে

টিডিএন বাংলা ডেস্ক: নোংরা রাস্তার উপর সাদা কাপড়ে মোড়া ২ বছরের ছোট ভাইয়ের লাশ আঁকড়ে রাস্তার পাশে দেওয়ালে ঠেস দিয়ে বসে রয়েছে ৮ বছরের এক শিশু ‘বড় দাদা’। চোখের জলে ভিজছে দাদার নরম গাল। এক হাত দিয়ে মৃত ছোট ভাইকে ধরে অপর হাত দিয়ে লাশের উপরে বসা মাছি তাড়াচ্ছে সে। আর বার বার চারি দিকে চোখ বোলাচ্ছে। যেন কারও আশার অপেক্ষায় আছে সে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই একটি মর্মান্তিক ছবি দেখে চোখে জল নেটিজেনদের।

জানা গিয়েছে, মর্মান্তিক এই ছবিটি মধ্যপ্রদেশের মোরেনা শহরে এক হাসপাতাল লাগোয়া। অ্যানিমিয়া, লিভারের সমস্যা-সহ নানা রোগে ভোগা ২ বছরের ওই সন্তানের চিকিৎসা করাতে অম্বার বদফ্রা গ্রাম থেকে মোরেনা জেলা হাসপাতালে এসেছিলেন বাবা পুজরাম জাটভ। সঙ্গে ছিল বড় ছেলে গুলশনও। চিকিত্‍সা চলাকালীন মৃত্যু হয় রাজার। প্রায় ৩০ কিলমিটার দূরে বাড়ি ফিরতে প্রয়োজন অ্যাম্বুলেন্সের। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি অ্যাম্বুল্যান্স চাইলেও তারা জানিয়ে দেন তাদের কাছে আর অতিরিক্ত অ্যাম্বুল্যান্স নেই। ফলে ছেলের দেহকে কাপড়ে মুড়ে হাতে নিয়েই হাসপাতাল ছাড়তে হয় পুজরামকে। তারপর বাইরে এসে ৮ বছরের ছেলের কাছে ২ বছরের সদ্য মৃত ছোট ছেলের লাশ রেখে বার হন গাড়ির খোঁজে।

এমন অমানবিকতার নজির দেখে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। বিষয়টা স্থানীয় এক সাংবাদিকের নজড়ে আসে। তার ক্যামেরায় ওই শিশুর এমনই অসহায়তার ছবি ধরা পড়েছে। এই দৃশ্য দেখে স্থানীয়রা জড় হয় ওই শিশুদের আশপাশে। এ ক্ষোভ শুরু হলে নড়েচড়ে বসে প্রশাসন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ। এরপর তাদের অ্যাম্বুল্যান্সে করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়।

এ প্রসঙ্গে ওই শিশুদের বাবা পুজরাম বলেন, হাসপাতালের ঠিক বাইরে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল। চালককে নিয়ে যেতে বলেছিলাম। কিন্তু ও দেড় হাজার টাকা চাইছিল। অত টাকা দেয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই রাস্তায় বেরিয়ে গাড়ি খুঁজছিলাম। রাস্তার এক পাশে গুলশনকে বসিয়ে তার কোলে ছোট ছেলের দেহ রেখে নিজে গাড়ি খুঁজতে বেরিয়েছিলেন পুজরাম। তারপরেই গোটা বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

Related Articles

Back to top button
error: