রাজ্য

অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে বহরমপুরে মানবন্ধন এসআইও’র

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: বিগত বছরের মার্চ থেকে করোনা আবহে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠাগুলিতে পঠন-পাঠন বন্ধ। এখনও পর্যন্ত শিক্ষাঙ্গনগুলি খোলার জন্য সরকারের কোন ধরনের সদার্থক ভূমিকা গ্রহণ করেনি। করোনা ভাইরাসের প্রকোপ কমতে থাকায় অন্যান্য সমস্ত প্রকার জমায়েত চললেও, বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। আর তা নিয়েই ক্ষোভ প্রকাশ করে বহরমপুরে মানববন্ধন করল ছাত্র সংগঠন এসআইও। রবিবার বহরমপুর বাস স্ট্যান্ডে আয়োজিত এই মানব বন্ধনে উপস্থিত ছিলেন এসআইও মুর্শিদাবাদের জেলা সভাপতি মোহাম্মদ ভকুতুবউদ্দিন , জেলা সম্পাদক জাহিরুল ইসলাম, জনসংযোগ সম্পাদক মোহাম্মদ তাজুদ্দিন, শিক্ষাঙ্গন সম্পাদক গোলাম কিবরিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিন এসআইও জেলা সভাপতি মোহাম্মদ কুতুবউদ্দিন বলেন, দীর্ঘ কয়েক মাস ধরে শিক্ষাঙ্গনে পঠনপাঠন বন্ধ। রাজ্যে করোনার প্রকোপ আগের তুলনায় কমেছে। মিটিং-মিছিলসহ সমস্ত প্রকার জনসমাগম হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে। তাতে স্কুলছুটের সংখ্যা বাড়ছে। সরকারকে অবিলম্বে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাঙ্গনে পঠনপাঠন শুরু করার আহ্বান জানান তিনি। এদিকে জনসংযোগ সম্পাদক মোহাম্মদ তাজুদ্দিন বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ সেই ভবিষ্যতের কারিগর তৈরির মূল স্তম্ভ শিক্ষাঙ্গনগুলি বন্ধ। চারদিকে যখন প্রায় সবকিছুই খোলা, তখন শিক্ষাব্যবস্থাগুলি চালু করার বিষয়ে সরকারের কোন হেলদোল নেই। এতে শিক্ষাব্যবস্থার প্রতি সরকারের উদাসীনতা পরিস্কার। আশা করি ভবিষ্যত প্রজন্মের কথা ভেবে স্বাস্থ্য বিধি মেনে সরকার শিক্ষাঙ্গনগুলো চালু করার বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেবেন।

Related Articles

Back to top button
error: