রাজ্য

সরস্বতী পুজোর দিন দুস্থ পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল শিক্ষা সামগ্রী

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: সরস্বতী পুজোয় মাতোয়ারা বাংলা। ছাত্র-ছাত্রীদের আজ আনন্দের দিন। তবে করোনা আবহের জেরে স্কুল-কলেজ অধিকাংশই বন্ধ। কাজ হারিয়ে অনেক পরিবারে স্বাভাবিকতায় ছেদ পড়েছে। চেনা ছন্দ অনেকটাই হারিয়ে গিয়েছে। অনেকের কাছে এ বছরের সরস্বতী পুজোর আনন্দ তাই অনেকটাই ম্লান। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে
সরস্বতী পুজোর দিন সকালে নদিয়ার তাঁতিগাছি প্রশান্ত ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে দুস্থ ছাত্রছাত্রীদের হাতে খাতা কলম সহ শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। মুর্শিদাবাদের কান্দির লাহিড়ী পাড়ার বাসিন্দা সন্দীপ চক্রবর্তী ও দেবযানী চক্রবর্তী এবং তাদের পুত্র রাজশেখর চক্রবর্তীর ব্যবস্থাপনায় তা সম্ভব হয়। সন্দীপ চক্রবর্তী এবং তার পরিবার সামাজিক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। করোনা আবহে সাধারণ পরিবারের দুর্দশার কথা ভেবে এগিয়ে আসেন দুঃস্থ পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার জন্য। সরস্বতী পুজোর দিন সকালে তাঁদের দেওয়া সেই শিক্ষাসামগ্রী প্রশান্ত ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন এর সদস্যরা পড়ুয়াদের হাতে তুলে দেন। সংগঠনের অন্যতম কর্তা নবজিত বিশ্বাস বলেন, সন্দীপবাবুদের এই উদ্যোগ মানবিকতার নিদর্শন। যখন সবাই সরস্বতী পুজোর আয়োজনে ব্যস্ত তখন সরস্বতী লাভের যে অস্ত্র তাই তুলে দিলেন পড়ুয়াদের হাতে।

Related Articles

Back to top button
error: