নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: ফরাক্কা ব্যারেজের উপর ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ আগুন। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। এদিন ৭৭ নম্বর গেটের সামনে একটি গাড়ি এবং মোটর সাইকেলের সংঘর্ষ বাঁধে। তারপরেই হঠাতই আগুন লেগে যায়। কিছুক্ষণের জন্য উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা কার্যত অবরুদ্ধ হয়ে যায়। ঘটনায় জখম হয়েছেন দুই ব্যক্তি। দীর্ঘক্ষণ পর ফরাক্কার এনটিপিসি থেকে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।