HighlightNewsদেশ

বড়োসড়ো তল্লাশি অভিযান জম্মু-কাশ্মীরে জঙ্গী সন্দেহে আটক ৫৭০ জন

টিডিএন বাংলা ডেস্কঃ জম্মু-কাশ্মীরে বেশ কিছুদিন ধরেই অতি সক্রিয় হয়ে উঠেছে জঙ্গি সংগঠনগুলি- এমনটাই অনুমান করছে ভারতীয় গোয়েন্দাবাহিনী। জম্মু-কাশ্মীরে টার্গেটেড কিলিং চলছে বলে অভিমত ব্যক্ত করেছেন সেনাপ্রধান। ভারতীয় গোয়েন্দা বাহিনীর সন্দেহ আইএএস ভারতে বিশেষ করে জম্মু-কাশ্মীরে সক্রিয় হয়ে উঠছে। বিশেষত আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর সেই আশঙ্কা আরো বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় কাশ্মীর উপত্যকায় বড়সড় তল্লাশি অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। জোড়া মামলায় কাশ্মীরের ১৬টি জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএ। আইএস-এর ভারতীয় মুখপত্র হিসেবে পরিচিত ‘ভয়েজ অব হিন্দ’-এর তথ্য জানতে যেমন এই তল্লাশি, তেমনই সাম্প্রতিককালে উপত্যকায় সাধারণের উপর জঙ্গি হামলায় অভিযুক্ত দ্য রেজিসট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-এর সদস্যদের বাড়িতেও তল্লাশি চালান এনআইএ-র গোয়েন্দারা। এরই মধ্যে সম্প্রতি সাধারণ মানুষের উপর জঙ্গি হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জম্মু ও কাশ্মীর পুলিশ ৫৭০ জনকে আটক করেছে। যার মধ্যে অধিকাংশই যুবক। উল্লেখ্য যে, সাম্প্রতিক অতীতে এটি সবচেয়ে বড় তল্লাশি অভিযান বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ এত বৃহৎ সংখ্যক ব্যক্তিকে একইসঙ্গে গ্রেপ্তার করার নজির খুবই কম।

Related Articles

Back to top button
error: