HighlightNewsদেশ

সুখবর! বাসের টিকিট বুকিং পরিষেবা নিয়ে এলো আইআরসিটিসি

টিডিএন বাংলা ডেস্ক : উৎসবের আবহে ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। বিমান ও রেল টিকিটের পর এবার বাসের টিকিট বুকিং পরিষেবা আনলো ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজিম কর্পোরেশন (আইআরসিটিসি)। এবার থেকে www.bus.irctc.co.in এই ওয়েবসাইটে গিয়ে দেশের ২২টি রাজ্য ও ৩ টি কেন্দ্রশাসিত অঞ্চলে বাসের টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা। দীর্ঘদিন ধরে এমন দাবি জানাচ্ছিলেন যাত্রীরা। সেই দাবি মেনে নতুন পরিষেবার সঙ্গে যুক্ত হলো আইআরসিটিসি। সরকারি এবং বেসরকারি মিলিয়ে দেশের প্রায় ৫০ হাজার বাস এই পরিষেবার সঙ্গে যুক্ত। এ প্রসঙ্গেই আইআরসিটিসি সর্বভারতীয় কর্তা আনন্দ ঝাঁ বলেন, পর্যটকদের কাছে বেড়ানোর আনন্দকে আরও সহজ করতে এই উদ্যোগ। এ সিদ্ধান্তকে কমপ্লিট ট্রাভেলস সলিউশন বলে মন্তব্য করেছেন ঝাঁ। এক্ষেত্রে বাসের টিকিট বুকিং করতে যাত্রীদের কোনও অতিরিক্ত চার্জ কাটা হবে না। এই সংস্থার মাধ্যমে টিকিট বুকিং করলে বাড়তি নিশ্চয়তা পাবেন যাত্রীরা। উল্লেখ্য কেন্দ্রীয় সহকারী এই সংস্থার মাধ্যমে দেশব্যাপী ১০ হাজারের বেশি হোটেল বুকিং করা যায়। এবার শুরু হলো সড়কপথে পরিষেবার কাজ।

Related Articles

Back to top button
error: